উমা আনন্দ
উমা আনন্দ | |
---|---|
জন্ম | ১৯২৩ লাহোর, পাকিস্তান |
মৃত্যু | ১৩ নভেম্বর ২০০৯ | (বয়স ৮৫–৮৬)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | সাংবাদিক, অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপিকা |
দাম্পত্য সঙ্গী | চেতন আনন্দ (বি. ১৯৪৩; মৃ. ১৯৯৭) |
সন্তান | ২; কেতন আনন্দ এবং বিবেক আনন্দ |
উমা আনন্দ (১৯২৩- ১৩ নভেম্বর ২০০৯) ছিলেন একজন ভারতীয় সাংবাদিক, অভিনেত্রী এবং ১৯০০ এর দশকের মাঝামাঝি সময়ের একজন সম্প্রচারক। তিনি ১৯৩৩ সালে পাকিস্তানের লাহোরে একটি বিশিষ্ট বাঙালি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বোনেদের একজন ইন্দু মিঠা, পাকিস্তান ভিত্তিক ভরতনাট্যমের প্রাজ্ঞ শিল্পী।
তিনি ছিলেন বিশিষ্ট বলিউড চলচ্চিত্র পরিচালক চেতন আনন্দের (১৯৪৩ সালে বিবাহিত) স্ত্রী [১] এবং কেতন আনন্দ ও বিবেক আনন্দের মা। তিনি নীচ নগরে (১৯৪৬) অভিনেত্রী হিসাবে কাজ করেছিলেন। তিনি নিজের স্বামী চেতন আনন্দ এবং দেবর বিজয় আনন্দের ট্যাক্সি ড্রাইভা চলচ্চিত্রের গল্প লিখেছিলেন, এতে তাঁর মায়ের চাচাত ভাই কল্পনা কার্তিক [২] এবং তার দেবর দেব আনন্দ অভিনয় করেছিলেন। স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তিনি ইব্রাহিম আলকাজির সঙ্গী হয়েছিলেন।[৩]
তিনি ২০০৯ সালের ১৩ নভেম্বরে মৃত্যুবরণ করেছেন।[৪]
অভিনীত চলচ্চিত্র
[সম্পাদনা]- নীচ নগর (১৯৪৬)
- ট্যাক্সি ড্রাইভার (১৯৫৪)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Chetan Anand - The Dynasty Founder"। film ka ilm। ৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Kalpana Kartik – Interview"। cineplot.com। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "'Mother India' Uma Anand"। The Hindu। ২০ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮।
- ↑ Singh, Khushwant। "Flowers appear on plant"। The Telegraph। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১২।