iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: http://eisamay.indiatimes.com/entertainment/cinema/on-the-sets-of-aparna-sens-next-movie-arshinagar/articleshow/46240652.cms
নগরপারে ‘আরশিনগর’ - on the sets of aparna sen's next movie arshinagar - eisamay

নগরপারে ‘আরশিনগর’

এ শহরে বস্তি অনেক৷ কিন্ত্ত বস্তির নাম যেখানে ‘আরশিনগর’ সেখানে দেহ পায় শেক্ষপীরের প্রেমকল্পনা, তা যে বড় আদরে বানাতে হয়৷
নগরপারে ‘আরশিনগর’
নগরপারে ‘আরশিনগর’
Authored By:
Published on
3 min read

এ শহরে বস্তি অনেক৷ কিন্ত্ত বস্তির নাম যেখানে ‘আরশিনগর’ সেখানে দেহ পায় শেক্ষপীরের প্রেমকল্পনা, তা যে বড় আদরে বানাতে হয়৷ সেই ‘আরশিনগর’ ঘুরে এসে লিখছেন ভাস্বতী ঘোষ

রোমিও-জুলিয়েট! বাকি সব যদি ‘ঠিক যেন লাভ-স্টোরি হয়’, তাদেরটা ‘লাভস্টোরি’৷ সে লাভ স্টোরি তে সাতপাকে ঘোরা, মাল্যদান, সিঁদুরদান কিছুই নেই৷ কিন্তু আছে তীব্র প্রেম৷ সে প্রেমের তীব্রতাই অমরত্ব লাভ করে- পরিণতির প্রয়োজনই ঘুচিয়ে দেয়! তীব্রতা ঠিকরে বেরোয় রসায়নে৷ এক প্রেমিকের সঙ্গে এক প্রেমিকার ভালোবাসার রসায়ন৷ চারপাশও যেন তখন গায়ে মেখে নেয় সেই রসায়ন৷ অপর্ণা সেনের নতুন ছবি ‘আরশিনগর’-এর সেটে যেন সারাটাদিন ধরে সেই রসায়নেরই আনাগোনা...

ফোটোসেশন

অনস্ক্রিন থেকে অফস্ক্রিন দূরত্ব ঘুচে যায় অনেক সময়৷ নায়ক-নায়িকা জড়িয়ে পড়েন প্রেমে৷ পর্দায় দেখা যায় সেই রসায়ন৷ কিন্তু ‘আরশিনগর’ ছবির সেটে নায়কের সঙ্গে নায়িকার তু তু ম্যায় ম্যায় তারচেয়েও মিষ্টি৷ যেখানে নায়ক টলিউডের সুপারস্টার দেব৷ আর নায়িকা ঋত্বিকা এখনও তরতাজা মোড়কে নিজেকে আগলে রেখেছেন৷

বিকেল পেরিয়ে সন্ধে নামছে৷ পার্পল মুভি টাউনে পড়েছে মেলার সেট৷ সেই মেলায় মজুত ভালোবাসা উদযাপনের হরেক জিনিস৷ হূদয়ের আকারে বেলুনের বোর্ড বা হার্ট শেপের জিলিপি! সেটে এলেন নায়ক-নায়িকা দু’জনেই৷ ফোটোগ্রাফারের একসঙ্গে ছবির আবদারে দেব বলছেন, ‘সে কী! আমি তো আমার গার্লফ্রেন্ড-এর সঙ্গে ছবি তুলব!’ বলেই গিয়ে ছবি তুললেন সোহাগ সেন-এর সঙ্গে৷

ঋত্বিকাকে টুক করে একটু জেলাস করে দিলেন কী! সুপারস্টারকে যাঁরা বহুদিন চেনেন, তাঁরা সকলেই জানেন, এই রকম মজা করতে তিনি বেশ সিদ্ধহস্ত৷ তবে কী একসঙ্গে ছবি হবে না? হলো তো! যখন পরিচালক রিনা সেন এসে নায়ককে একটু বেশি প্যাম্পার করলেন৷ আর বললেন, ‘চল বাবু, এবার ছবিটা করে দে’৷ আর দেব বললেন, ‘তোমায় থাকতে হবে কিন্তু ছবিতে’! এরপর রোমিও-জুয়িলেট এক ফ্রেমে৷ মাঝে রিনা সেন...আর রসায়ন? উপচে পড়া!

ট্যুইটার ভিডিও শ্যুট থেকে লাঞ্চ

হ্যান্ডসম পরিচালকের সঙ্গে নায়িকার প্রেম, টলিউড দেখেছে বহুবার৷ সত্যি বলতে কী, নানাবার নানারকমভাবে দেখে টলিউডও ক্লান্ত৷ সে প্রেমে কী রসায়ন তাও যেন মুখস্থ৷ কিন্তু এবার ব্যতিক্রম৷ ‘আরশিনগর’-এ পরিচালক ডাকসাইটে অভিনেত্রী অপর্ণা সেন৷ আর তাঁর নায়ক দেব৷ সেই রসায়ন চুম্বক৷ অপর্ণা সেন-এর ‘মাদারলি বিহেভিয়ার’-এর জন্য প্যাম্পারড হওয়াটা যেমন তারিয়ে-তারিয়ে উপভোগ করছেন দেব, তেমনই মোস্ট ডাউন টু আর্থ সুপারস্টারকে দেখে অবাক হচ্ছেন রিনা সেন৷

শ্যুটিং ফ্লোরে দেবকে নিজে হাতে সাজাচ্ছেন তিনি৷ আবার শট ওকে হয়ে যাবার পর দেব ইয়ার্কি মেরে বলছেন, ‘দিদি, তোমার কী চাই খালি একবার বলবে৷’ শট শুরুর আগে একটু বেশিই নেচে ফেললেন দেব৷ তাকে নিয়ে আবার রিনা সেনের খুনসুটি, বলছেন, ‘না৷ এটা তুই এই ছবিতে করতে পারিস না!’ এভাবে চলতে চলতেই লাঞ্চ ব্রেক৷ দু’জন যাবেন নিজের ঘরে৷ সেখানে আসবে লাঞ্চ৷ এমনটাই তো হওয়ার কথা ছিল৷ কিন্তু হল না৷ প্রোডাকশনের সকলে যেখানে লাঞ্চ করেন সেই লাঞ্চ এরিয়াতেই বসলেন অপর্ণা সেন৷ বলছেন, ‘দেব কই?’ দেব তখন নিজের ঘরে গিয়েছিলেন একবার৷ কিন্তু রিনাদি খুঁজছেন শুনেই সিঁড়ি ভেঙে পৌঁছে গেলেন লাঞ্চ এরিয়ায়৷ বসলেন অপর্ণা সেনের পাশে৷ মেনুতে ভাত, ডাল, ভাজা, লাবড়া, আড় মাছ, চিকেন৷

বিকেলে শ্যুটিংয়ে পৌঁছে দেব আবার ডাকলেন পরিচালককে৷ তাঁকে সঙ্গে নিয়ে নিজেই শ্যুট করলেন ট্যুইটার ভিডিও৷ বেশ কয়েকটা টেক হল৷ অপর্ণা সেন সেই ট্যুইটার ভিডিওতে বললেন, ‘আজ দেবের ইন্ট্রোডাকশন সিন৷’ নায়ক এত আদরের বলে যে নায়িকা আদরের নয়, এমনটা ভাবারও কোনও কারণ নেই৷ শ্যুটিংয়ের ফাঁকে যখন ঋত্বিকার শট ছিল না, তাকে পরিচালক ডেকে বললেন, ‘আয়, আমার পাশে এসে বোস৷’ ঋত্বিকাও গিয়ে জড়িয়ে ধরলেন অপর্ণা সেনকে৷ এমনই টুকরো কত মুহূর্ত- রসায়নে টইটুম্বুর, কোনও-কোনওটা রসেও! চোখে একবার পড়লে লেগে থাকে বহুদিন...

ম্যাজিক ছড়িয়ে পরে সবখানে

খাঁটি প্রেমের ছবি৷ তাই আয়োজন যত ভালো, প্রেম তত প্রগাঢ়৷ ‘আরশিনগর’ ছবির পুরো ইউনিটই যেন সেই আয়োজনে মত্ত৷ তাই দেবের সঙ্গে অপর্ণা সেনের রসায়ন যেমন নজরকাড়া, তেমনই পরিচালক যখন শ্যুট করেন পার্বতী বাউলকে নিয়ে, যেন মনে হয় এই শ্যুটিং দৃশ্যই ফ্রেমবন্দি হয়ে থাকতে পারে৷ পরিচালক নিজেও যে বুঁদ হয়ে যান সেই সুরে৷ ঠিক যেমন গ্যারেজ ব্যান্ডের শ্যুটে গানের সঙ্গে পা নড়ে তাঁর৷ সেটে ঘটে যায় টুকরো ‘বসন্তবিলাপ’৷ ‘আরশিনগর’-এর সেট তৈরি করেন যাঁরা, তাঁদেরও কি ছুঁয়ে গিয়েছে এই ম্যাজিক? পার্পল মুভি টাউনে কেটে গিয়েছে দিন পনেরো৷

তন্ময় চক্রবর্তীর কল্পনায় গড়ে উঠচে বস্তি, তিল-তিল করে৷ সেই বস্তির মধ্যে পা ফেললে বোঝা যায়, কী বিশাল, কত নিঁখুত৷ কোনও ক্লান্তি নেই, এমনই এক কর্মী পেরেক ঠুকতে ঠুকতে বলছেন, ‘আজ তো শুনলাম মেলায় শ্যুট হবে৷ নায়িক-নায়িকার শ্যুট৷’ সন্ধের শ্যুটে যখন আলো তৈরি হয়, সুপারস্টার নিজের ঘরে বসে না থেকে নেমে আসেন মাঠে৷ পরিচালক, নায়িকা আর ইউনিটের সকলের সঙ্গে জমিয়ে দেন আড্ডা৷ তারই ফাঁকে মেলার শ্যুটিং প্রপ ফুচকা গাড়ির সামনে দাঁড়িয়ে ফুচকা মুখে পুরে দেন সোহাগ সেন৷ রোদ যখন পড়েনি, তখনও মেলা ঢুঁ মারতে এসেছিলেন দেব৷

বন্দুক হাতে টার্গেট করেন, হার্টড শেপড বেলুনগুলোর মাঝের বেলুনটাকে৷ টার্গেট পূরণ পরমুহূর্তে৷ মেলায় বাঁশি বাজালেন তিনি, নাগরদোলার দিকে তাকালেন এমন করে, যেন আকাশ ছোঁয়াটা বাকি আছে এখনও৷ তবে অনেকটাই যে হয়ে গিয়েছে সেটা বোঝা গেল সন্ধেবেলা৷ যখন মেলার শ্যুটে জুনিয়র আর্টিস্টদের অনেকেই প্রায় উঠে এলেন দেবের গায়ের ওপর৷ জুনিয়র আর্টিস্ট তরুণী বলছিলেন, ‘দেবকে দেখব বলেই শ্যুট করতে এলাম৷ কতটাকা পাবে সেটা এখনও জানি না৷’

প্রেম তো এমনই...যেখানে মাথার কোনও কাজ থাকে না৷ হূদয়ের খেলা সবটাই...যখন বছরের প্রত্যোকটা দিনই ভ্যালেনটাইন্স ডে৷ রোমিও-জুলিয়েটের দিন...

অপর্ণা সেনের ‘আরশিনগর’ কি সাগরপাড়ের রোমিও-জুলিয়েটকে নিখাদ বাঙালি করে তুলতে পারবে?

Related Stories

No stories found.
Eisamay Online
eisamay.com