জর্জ অরওয়েল
জর্জ অরওয়েল | |
---|---|
জন্ম | এরিক আর্থার ব্লেয়ার ২৫ জুন ১৯০৩ মোতিহারি, চম্পারণ জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান পূর্ব চম্পারণ জেলা, বিহার, ভারত) |
মৃত্যু | ২১ জানুয়ারি ১৯৫০ ইউনিভার্সিটি কলেজ হাসপাতাল, লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য | (বয়স ৪৬)
সমাধিস্থল | সাটন কোর্টেনে, অক্সফোর্ডশায়ার, ইংল্যান্ড |
ছদ্মনাম | জর্জ অরওয়েল |
পেশা | ঔপন্যাসিক, রাজনৈতিক লেখক ও সাংবাদিক |
শিক্ষা প্রতিষ্ঠান | ইটন কলেজ |
ধরন | ডিস্টোপিয়া, স্যাটায়ার |
বিষয় | ফ্যাসিবাদ-বিরোধী এবং স্টালিনবাদ-বিরোধী, গণতান্ত্রিক সমাজতন্ত্র, সাহিত্য সমালোচনা, সংবাদ, বিরোধিতা |
উল্লেখযোগ্য রচনাবলি | অ্যানিম্যাল ফার্ম নাইন্টিন এইটি-ফোর |
সক্রিয় বছর | ১৯২৮–১৯৫০ |
দাম্পত্যসঙ্গী | আইলিন ও'শাঘনেসি (১৯৩৫-১৮৪৫, তার মৃত্যু) সোনিয়া ব্রাউনেল (১৯৪৯-১৯৫০, তার মৃত্যু) |
এরিক আর্থার ব্লেয়ার (জুন ২৫, ১৯০৩ - জানুয়ারি ২১, ১৯৫০) একজন কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক। অবিভক্ত ভারতের বাংলা প্রদেশের মতিহারিতে জন্ম হয়েছিল তার।[১] বিশ্ব সাহিত্য অঙ্গনে তিনি জর্জ অরওয়েল ছদ্মনামে সমধিক পরিচিত। তার দুটি উপন্যাস - এনিমেল ফার্ম ও নাইন্টিন এইটি-ফোর্ - বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে। তিনি আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রিচার্ড ওয়ামেসলে ব্লেয়ার ও ইদা মাবেল লিমুজিন দম্পতির একমাত্র সন্তান অরওয়েল মাত্র ৪৬ বছর বয়সে যক্ষ্মারোগে মৃত্যুবরণ করেন।
জীবন
[সম্পাদনা]শৈশব ও কৈশোর
[সম্পাদনা]এরিক আর্থার ব্লেয়ার ১৯০৩ সালের ২৫ জুন ব্রিটিশ ভারতের বাংলার মতিহারিতে জন্মগ্রহণ একটি সুখী 'নিম্ন-উচ্চ-মধ্যবিত্ত' পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রপিতামহ চার্লস ব্লেয়ার ডরসেটের জ্যামাইকান প্ল্যান্টেশনের অনুপস্থিত মালিক ছিলেন। অরওয়েলের পিতা ছিলেন রিচার্ড ওয়ালমেসলে ব্লেয়ার, যিনি ভারতীয় সিভিল সার্ভিসের আফিম বিভাগে সাব-ডেপুটি আফিম এজেন্ট হিসেবে কাজ করতেন, চীনে বিক্রির জন্য আফিম উৎপাদন ও মজুত করার তত্ত্বাবধান করতেন। তার মা, ইডা মেবেল ব্লেয়ার (নি লিমুজিন), বার্মার মৌলমেইনে বেড়ে ওঠেন। এরিকের দুই বোন: মার্জোরি, পাঁচ বছরের বড়; এবং এভ্রিল, পাঁচ বছরের ছোট। এরিক যখন এক বছর বয়সে, তার মা তাকে এবং মার্জোরিকে ইংল্যান্ডে নিয়ে যান। এরিক তার মা এবং বোনদের সাথে বেড়ে ওঠেন এবং ১৯০৭ সালের মাঝামাঝি একবার ছাড়া, তিনি ১৯১২ সাল পর্যন্ত তার বাবাকে দেখেন নি। পাঁচ বছর বয়সী, এরিককে হেনলি-অন-টেমসের একটি কনভেন্ট স্কুলে ডে-বয় হিসাবে পাঠানো হয়েছিল। তার মা তাকে পাবলিক স্কুলে পড়াতে চেয়েছিলেন, কিন্তু তার পরিবার ফি বহন করতে সক্ষম হয় নি। তার মামা চার্লস লিমুজিনের মাধ্যমে, ব্লেয়ার সেন্ট সাইপ্রিয়ানস স্কুল, ইস্টবোর্ন, ইস্ট সাসেক্সে বৃত্তি লাভ করেন। ১৯১১ সালের সেপ্টেম্বরে এসে তিনি পরবর্তী পাঁচ বছরের জন্য স্কুলে থাকেন, শুধুমাত্র স্কুল ছুটির সময় বাড়িতে ফিরতেন। যদিও তিনি হ্রাসকৃত ফি সম্পর্কে কিছুই জানতেন না, তবে তিনি "শীঘ্রই বুজতে পারলেন যে তিনি একজন দরিদ্র ঘর থেকে এসেছেন।
উল্লেখযোগ্য বইসমূহ
[সম্পাদনা]জর্জ অরওয়েল বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে লেখালেখি থেকে শুরু করে উপন্যাস, প্রবন্ধ, ছোটগল্প, কবিতা রচনা করেছেন।
উপন্যাসসমূহ
[সম্পাদনা]- বার্মিজ ডেজ (১৯৩৪)
- এ ক্লার্জিম্যানস ডটার (১৯৩৫)
- কিপ দ্য এসপিডিস্ট্রা ফ্লাইং (১৯৩৬)
- কামিং আপ ফর এয়ার (১৯৩৯)
- অ্যানিম্যাল ফার্ম (১৯৪৫)
- নাইন্টিন এইটি-ফোর (১৯৪৯)
প্রবন্ধসমূহ
[সম্পাদনা]- ডাউন এন্ড আউট ইন প্যারিস এন্ড লন্ডন (১৯৩৩)
- দ্য রোড টু উইগান পিয়ের (১৯৩৭)
- হোমেজ টু ক্যাটালোনিয়া (১৯৩৮)
তবে তার বেশিরভাগ লেখাই ছিল সংবাদপত্রের জন্য লেখা সভ্যতা ও রাজনৈতিক সমালোচনামূলক নিবন্ধ।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Crick, Bernard (২০০৪)। "Blair, Eric Arthur [George Orwell] (1903–1950)" ((সাবস্ক্রিপশন বা যুক্তরাজ্যের গণগ্রন্থাগারের সদস্যপদ প্রয়োজন)) । Oxford Dictionary of National Biography। Oxford: Oxford University Press। ডিওআই:10.1093/ref:odnb/31915। (সদস্যতা নেয়া প্রয়োজন (সাহায্য))।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ১৯০৩-এ জন্ম
- ১৯৫০-এ মৃত্যু
- ইংরেজ সাহিত্যিক
- ধর্মের সমালোচক
- ২০শ শতাব্দীর প্রাবন্ধিক
- ২০শ শতাব্দীর ইংরেজ ঔপন্যাসিক
- ইংরেজ সমাজতাত্ত্বিক
- ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ ব্যক্তি
- ২০শ শতাব্দীর নাস্তিক
- ২০শ শতাব্দীর ইংরেজ ইতিহাসবিদ
- ২০শ শতাব্দীর ইংরেজ কবি
- ২০শ শতাব্দীর ছদ্মনামধারী লেখক
- নাস্তিক দার্শনিক
- ব্রিটিশ সমাজতান্ত্রিক বিরোধী
- ব্রিটিশ হোম গার্ডের সৈনিক
- ইংরেজ নাস্তিক
- ইংরেজ প্রাবন্ধিক
- ইংরেজ পুরুষ সাংবাদিক
- ফরাসি বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- মুক্তচিন্তার লেখক
- বিহারের সাংবাদিক
- আধুনিকতাবাদী লেখক
- সংস্কৃতির দার্শনিক
- শিক্ষার দার্শনিক
- ইতিহাসের দার্শনিক
- ভাষার দার্শনিক
- সাহিত্যের দার্শনিক
- সামাজিক বিজ্ঞানের দার্শনিক
- যুদ্ধের দার্শনিক
- রাজনৈতিক দার্শনিক
- সামাজিক দার্শনিক
- পাশ্চাত্য সভ্যতার তাত্ত্বিক
- সাম্যবাদ সম্পর্কে লেখক
- ইংরেজ দিনলিপিকার
- ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক