iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.
iBet uBet web content aggregator. Adding the entire web to your favor.



Link to original content: http://bn.wikipedia.org/wiki/ৡ
ৡ - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ৡ (দীর্ঘ লি)

(উচ্চারণ: দীর্ঘ লি) বাংলা বর্ণমালার একটি স্বরবর্ণ। এই বর্ণটি পূর্বে ব্যবহৃত হলেও বর্তমানে আর ব্যবহৃত হয় না। বর্ণটি লেখার ক্ষেত্রে ব্যবহৃত না হওয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা বর্ণমালার তালিকা থেকে এই বর্ণটিকে বাদ দেন।

১৭৬৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত ন্যাথানিয়েল ব্র্যাসি হালেদের বইয়ে স্বরবর্ণের সংখ্যা ছিল ১৬টি। পরবর্তী প্রায় একশত বছর ধরে প্রকাশিত বইগুলিতে, মদনমোহনের শিশুশিক্ষা প্রথম ভাগ পর্যন্ত, স্বরবর্ণের সংখ্যা ১৬টি দেয়া ছিল। এগুলো হল অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, , , ৡ, এ, ঐ, ও, ঔ, অ০, অঃ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সংখ্যা কমিয়ে ১২টিতে আনেন। তিনি তার বর্ণপরিচয় বইয়ের ভূমিকায় লিখেন: “বহূকালাবধি বর্ণমালা ষোল স্বর ও চৌত্রিশ ব্যঞ্জন এই পঞ্চাশ অক্ষরে পরিগণিত ছিল। কিন্তু বাঙ্গালা ভাষায় দীর্ঘ ৠ-কার ও দীর্ঘ ৡ-কারের প্রয়োজন নাই। এই নিমিত্ত ঐ দুই বর্ণ পরিত্যক্ত হইয়াছে।”

ইউনিকোড

[সম্পাদনা]
রূপ চিহ্ন ইউনিকোড কোড নম্বর বিবরণ[]
স্বতন্ত্র রূপ U+09E1 U+09E1 বাংলা অক্ষর স্বরবর্ণ দীর্ঘ লি
গৌণ রূপ U+09E3 U+09E3 বাংলা স্বর চিহ্ন স্বরবর্ণ দীর্ঘ লি

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]