আফগানিস্তানের প্রধানমন্ত্রী
আফগানিস্তান ইসলামি আমিরাতের প্রধানমন্ত্রী | |
---|---|
আফগানিস্তান সরকার | |
ধরন | সরকার প্রধান |
এর সদস্য | মন্ত্রিসভা |
যার কাছে জবাবদিহি করে | নেতৃত্ব |
আসন | কাবুল |
নিয়োগকর্তা | সর্বোচ্চ নেতা |
মেয়াদকাল | সর্বোচ্চ নেতার ইচ্ছানুযায়ী |
গঠনের দলিল | ১৯৯৮ "দস্তুর" |
গঠন |
|
প্রথম | শির আহমেদ |
পরবর্তী | নেই (উপ-প্রধানমন্ত্রী সর্বোচ্চ নেতার স্থলাভিষিক্ত) |
ডেপুটি | উপ-প্রধানমন্ত্রী |
বেতন | ؋১,৯৮,২৫০ মাসিক[৩] |
ওয়েবসাইট | প্রধানমন্ত্রীর প্রধান কর্মচারীর দপ্তর |
আফগানিস্তান প্রবেশদ্বার |
আফগানিস্তানের প্রধানমন্ত্রী, আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ইসলামি আমিরাতের প্রধানমন্ত্রী,[টীকা ১] হলেন আফগানিস্তানের সরকারপ্রধান।[৪]
১৯২৭ সালে রাজা কর্তৃক নিযুক্ত একটি অফিসিয়াল পদ হিসেবে প্রধানমন্ত্রী পদটি তৈরি করা হয়। ১৯৭৩ সালে আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান পর্যন্ত পদাধিকারী সাধারণত একজন উপদেষ্টা হিসেবে কাজ করতেন। ১৯৮০-এর দশকে এই পদটি সরকারের প্রধান হিসেবে পরিচিত হয়। ২০০১ সালে মার্কিন আক্রমণের পর এই পদটি বাতিল করা হয় এবং রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা চালু হয়, যা ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত স্থায়ী ছিল। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবান শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলে প্রধানমন্ত্রী পদটি আবার চালু হয়।
প্রধানমন্ত্রী এবং তার সরকার সর্বোচ্চ নেতার নির্দেশের অধীন।[৫] ৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে তালেবান কর্মকর্তারা, যারা আফগানিস্তানে বাস্তবিক নিয়ন্ত্রণ প্রয়োগ করে, ইসলামিক পণ্ডিত মোহাম্মদ হাসান আখুন্দ কে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ঘোষণা করেন।[৬]
ইতিহাস
[সম্পাদনা]রাজতন্ত্র
[সম্পাদনা]প্রধানমন্ত্রী নন বরং রাজা মন্ত্রিপরিষদের চেয়ারম্যান ছিলেন। শুধুমাত্র তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন।
১৯৬৩ সাল পর্যন্ত রাজা মুহাম্মদ জহির শাহ তার আত্মীয়দের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতেন। রাজা যে কোনো সময় প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দিতে পারতেন বা স্থানান্তর করতে পারতেন। ১৯৬৩ সাল থেকে এই নিয়ম পরিবর্তিত হয় এবং ঘোষণা করা হয় যে আফগান সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী এবং সরকার মন্ত্রিসভার সমন্বয়ে গঠিত হবে। এই প্রথমবারের মতো রাজা সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থেকে সরে দাঁড়ান এবং নির্বাচিত কর্তৃপক্ষকে দায়িত্ব অর্পণ করেন। তবে, এ সময় প্রধানমন্ত্রীর কার্যকালে অন্য কোনো পেশায় যুক্ত হওয়া নিষিদ্ধ ছিল।
১৯৬৪ সালের সংবিধান প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা প্রদান করে যে তিনি রাজা মারা গেলে নির্বাচনী কলেজ আহ্বান করতে পারেন। প্রধানমন্ত্রী শুধুমাত্র সরকারের সাধারণ নীতির জন্য ওলোসি জিরগা (জাতীয় পরিষদের নিম্নকক্ষ) এবং তার নির্দিষ্ট দায়িত্বের জন্য পৃথকভাবে জবাবদিহি করতে বাধ্য ছিলেন।[৭]
গণতান্ত্রিক প্রজাতন্ত্র
[সম্পাদনা]এপ্রিল ১৯৭৮ সালে, একটি অভ্যুত্থানে মুহাম্মদ দাউদ খান নিহত হন, যা সাওর বিপ্লব নামে পরিচিত। ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান (পিডিপিএ) এই বছর প্রধানমন্ত্রী পদটি পুনরুজ্জীবিত করে, যা ১৯৮০-এর দশকজুড়ে বজায় ছিল।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এবং প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করতেন। মন্ত্রিসভার কাজ ছিল দেশীয় ও বিদেশি নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করা, অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ও রাষ্ট্রের বাজেট প্রস্তুত করা এবং জনসাধারণের শৃঙ্খলা রক্ষা করা।
১৯৮৭ সালের সংবিধান অনুসারে, সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে হবে। প্রধানমন্ত্রী সরকারের বিলুপ্তির ক্ষমতা রাখতেন। গণতান্ত্রিক প্রজাতন্ত্র যুগে আফগানিস্তানের কয়েকজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন। সোভিয়েত আক্রমণের পর প্রধানমন্ত্রী সরকার পরিচালনার ক্ষমতা হারান। পিডিপিএ-এর সাধারণ সম্পাদক বা খাদ-এর পরিচালক অধিক ক্ষমতা ভোগ করতেন।
১৯৯০ সালের সংবিধান অনুযায়ী শুধুমাত্র আফগান জন্মগ্রহণকারী নাগরিকরাই এই পদে অধিষ্ঠিত হতে পারতেন, যা পূর্ববর্তী নথিতে উল্লেখ ছিল না।
ইসলামিক রাষ্ট্র
[সম্পাদনা]মুহাম্মদ নজিবউল্লাহার সরকারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন রাষ্ট্র গঠিত হয়। ফলে, প্রধানমন্ত্রী পদটি আবার জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে।
এই সময়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকত। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কার্যকরী কোনো কেন্দ্রীয় সরকার ছিল না। ফলে এই পদটি বাস্তবে আনুষ্ঠানিক হয়ে পড়ে এবং সরকারের সামান্যই ক্ষমতা অবশিষ্ট ছিল।
ইসলামিক আমিরাত
[সম্পাদনা]১৯৯৬ সালে তালেবান আফগানিস্তানের ইসলামিক আমিরাত প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী পদটি বাতিল করা হয়। তালেবানের উপ-নেতাকে শাসনকালীন সময়ে প্রধানমন্ত্রী হিসেবে ডাকা হত। মোহাম্মদ রব্বানীর ২০০১ সালে মৃত্যুর পর,[৮] তালেবান কর্তৃপক্ষ এই পদটি পুনরায় চালু না করার সিদ্ধান্ত নেয়।
সেপ্টেম্বর ১৯৯৭ পর্যন্ত, যে সরকারকে তালেবান উৎখাত করেছিল এবং যারা ২০০১ পর্যন্ত বিদ্রোহ অব্যাহত রাখে, তাদের সরকারের একজন প্রধানমন্ত্রী ছিল, তবে পরে এই পদটি বিলুপ্ত করা হয়।
৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে, তালেবান আবার প্রধানমন্ত্রী পদটি পুনঃপ্রবর্তন করে।
প্রধানমন্ত্রীদের তালিকা
[সম্পাদনা]নাম | প্রতিকৃতি | জীবনকাল | কার্যালয়ের মেয়াদ | রাজনৈতিক সংশ্লিষ্টতা | |||
---|---|---|---|---|---|---|---|
পদ গ্রহণের তারিখ | পদত্যাগের তারিখ | মেয়াদকাল | |||||
আফগানিস্তান রাজ্য (১৯২৬–১৯৭৩) | |||||||
শির আহমেদ | আনু. ১৮৮৫–? | ২৫ অক্টোবর ১৯২৭ | জানুয়ারি ১৯২৯ | ১ বছর, ২ মাস | স্বতন্ত্র | ||
প্রধানমন্ত্রী; পদচ্যুত। | |||||||
শির জ্ঞান | মারা যান ১৯২৯ সালে | জানুয়ারি ১৯২৯ | ১ নভেম্বর ১৯২৯ | ১০ মাস | স্বতন্ত্র | ||
প্রধানমন্ত্রী; পদচ্যুত। | |||||||
মোহাম্মদ হাশেম খান | ১৮৮৪–১৯৫৩ | ১ নভেম্বর ১৯২৯ | ৯ মে ১৯৪৬ | ১৬ বছর, ১৮৯ দিন | স্বতন্ত্র | ||
প্রধানমন্ত্রী; বারাকজাই রাজবংশের সদস্য। | |||||||
আমানাত লিওয়ানা | অজানা | আনু. ১৯৪৪ | আনু. ১৯৪৬ | আনু. ২ বছর | অজানা | ||
প্রধানমন্ত্রী রাজা সালেমাই-এর অধীনে; শুধুমাত্র ১৯৪৪-৪৭ সালের উপজাতি বিদ্রোহ চলাকালীন পূর্ব প্রদেশ, আফগানিস্তান। | |||||||
শাহ মাহমুদ খান | ১৮৯০–১৯৫৯ | ৯ মে ১৯৪৬ | ৭ সেপ্টেম্বর ১৯৫৩[৯] | ৭ বছর, ১২১ দিন | স্বতন্ত্র | ||
প্রধানমন্ত্রী; বারাকজাই রাজবংশের সদস্য। | |||||||
মুহাম্মদ দাউদ খান | ১৯০৯–১৯৭৮ | ৭ সেপ্টেম্বর ১৯৫৩ | ১০ মার্চ ১৯৬৩ | ৯ বছর, ১৮৪ দিন | স্বতন্ত্র | ||
প্রধানমন্ত্রী; বারাকজাই রাজবংশের সদস্য। | |||||||
মোহাম্মদ ইউসুফ | ১৯১৭–১৯৯৮ | ১০ মার্চ ১৯৬৩ | ২ নভেম্বর ১৯৬৫ | ২ বছর, ২৩৭ দিন | স্বতন্ত্র | ||
আফগানিস্তান রাজতন্ত্র (১৯২৬–১৯৭৩) | |||||||
মোহাম্মদ হাশিম মাইওয়ান্দওয়াল | ১৯১৯–১৯৭৩ | ২ নভেম্বর ১৯৬৫ | ১১ অক্টোবর ১৯৬৭ | ১ বছর, ৩৪৩ দিন | স্বতন্ত্র (১৯৬৬ পর্যন্ত) | ||
প্রগতিশীল গণতান্ত্রিক দল | |||||||
প্রধানমন্ত্রী। | |||||||
আবদুল্লাহ ইয়াকতা | ১৯১৪–২০০৩ | ১১ অক্টোবর ১৯৬৭ | ১ নভেম্বর ১৯৬৭ | ২১ দিন | স্বতন্ত্র | ||
অস্থায়ী প্রধানমন্ত্রী। | |||||||
মোহাম্মদ নূর আহমদ ইতেমাদি | ১৯২১–১৯৭৯ | ১ নভেম্বর ১৯৬৭ | ৯ জুন ১৯৭১ | ৩ বছর, ২২০ দিন | স্বতন্ত্র | ||
প্রধানমন্ত্রী। | |||||||
আবদুল জহির | ১৯১০–১৯৮২ | ৯ জুন ১৯৭১ | ১২ নভেম্বর ১৯৭২ | ১ বছর, ১৫৬ দিন | স্বতন্ত্র | ||
প্রধানমন্ত্রী। | |||||||
মোহাম্মদ মুসা শফিক | ১৯৩২–১৯৭৯ | ১২ নভেম্বর ১৯৭২ | ১৭ জুলাই ১৯৭৩ | ২৪৭ দিন | স্বতন্ত্র | ||
প্রধানমন্ত্রী; ১৯৭৩ সালের অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত।[১০] | |||||||
পদ বিলুপ্ত (১৭ জুলাই ১৯৭৩ – ১ মে ১৯৭৮) | |||||||
আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (১৯৭৮–১৯৯২) | |||||||
নূর মুহাম্মদ তারাকি | ১৯১৭–১৯৭৯ | ১ মে ১৯৭৮ | ২৭ মার্চ ১৯৭৯ | ৩৩০ দিন | আফগানিস্তান পিপলস ডেমোক্রেটিক পার্টি (খালক গোষ্ঠী) | ||
মন্ত্রিসভার সভাপতির দায়িত্ব। | |||||||
মন্ত্রিপরিষদের চেয়ারম্যান। | |||||||
হাফিজুল্লাহ আমিন | ১৯২৯–১৯৭৯ | ২৭ মার্চ ১৯৭৯ | ২৭ ডিসেম্বর ১৯৭৯ | ২৭৫ দিন | আফগানিস্তানের পিপলস ডেমোক্রেটিক পার্টি (Khalq গোষ্ঠী) | ||
মন্ত্রিপরিষদের চেয়ারম্যান; অপারেশন স্টর্ম-৩৩৩ চলাকালে সোভিয়েত বিশেষ বাহিনী দ্বারা নিহত।[১১] | |||||||
বাবরাক কারমাল | ১৯২৯–১৯৯৬ | ২৭ ডিসেম্বর ১৯৭৯ | ১১ জুন ১৯৮১ | ১ বছর, ১৬৬ দিন | আফগানিস্তানের পিপলস ডেমোক্রেটিক পার্টি (Parcham গোষ্ঠী) | ||
মন্ত্রিপরিষদের চেয়ারম্যান। | |||||||
সুলতান আলি কেশতমান্দ | জন্ম ১৯৩৫ | ১১ জুন ১৯৮১ | ২৬ মে ১৯৮৮ | ৬ বছর, ৩৫০ দিন | আফগানিস্তানের পিপলস ডেমোক্রেটিক পার্টি (Parcham গোষ্ঠী) | ||
মন্ত্রিপরিষদের চেয়ারম্যান; প্রথম মেয়াদ। | |||||||
মন্ত্রী পরিষদের চেয়ারম্যান; প্রথম মেয়াদ। | |||||||
মোহাম্মদ হাসান শার্ক | জন্ম ১৯২৫ | ২৬ মে ১৯৮৮ | ২১ ফেব্রুয়ারি ১৯৮৯ | ২৭১ দিন | স্বতন্ত্র | ||
মন্ত্রী পরিষদের চেয়ারম্যান; জাতীয় পুনর্মিলন প্রক্রিয়ার অংশ হিসেবে নিযুক্ত। | |||||||
সুলতান আলী কেশতমন্দ | জন্ম ১৯৩৫ | ২১ ফেব্রুয়ারি ১৯৮৯ | ৮ মে ১৯৯০ | ১ বছর, ৭৬ দিন | আফগানিস্তানের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পারচাম গোষ্ঠী) | ||
মন্ত্রী পরিষদের চেয়ারম্যান; দ্বিতীয় মেয়াদ। | |||||||
ফজল হক খালিকইয়ার | ১৯৩৪–২০০৪ | ৮ মে ১৯৯০ | ১৫ এপ্রিল ১৯৯২ | ১ বছর, ৩৪৩ দিন | আফগানিস্তানের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পারচাম গোষ্ঠী) (জুন ১৯৯০ পর্যন্ত) | ||
হোমল্যান্ড পার্টি | |||||||
মন্ত্রী পরিষদের চেয়ারম্যান; পদত্যাগ করেছেন। | |||||||
আফগানিস্তানের ইসলামিক স্টেট (১৯৯২–২০০২) | |||||||
আব্দুল সাবুর ফারিদ কোহিস্তানি | ১৯৫২–২০০৭ | ৬ জুলাই ১৯৯২ | ১৫ আগস্ট ১৯৯২ | ৪০ দিন | হিজব-ই-ইসলামি গুলবুদ্দিন | ||
প্রধানমন্ত্রী। | |||||||
পদ খালি (১৫ আগস্ট ১৯৯২ – ১৭ জুন ১৯৯৩) | |||||||
গুলবুদ্দিন হেকমতিয়ার | জন্ম ১৯৪৭ | ১৭ জুন ১৯৯৩ | ২৮ জুন ১৯৯৪ | ১ বছর, ১১ দিন | হিজব-ই-ইসলামি গুলবুদ্দিন | ||
প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী। | |||||||
আর্সালা রহমানি দাউলত | ১৯৩৭–২০১২ | ২৮ জুন ১৯৯৪ | ১৯৯৫ | ≈ ১ বছর | ইত্তেহাদ-ই-ইসলামী | ||
ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। | |||||||
আহমদ শাহ আহমাদজাই | ১৯৪৪–২০২১ | ১৯৯৫ | ২৬ জুন ১৯৯৬ | ≈ ১ বছর | ইত্তেহাদ-ই-ইসলামী | ||
ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। | |||||||
গুলবুদ্দিন হেকমতিয়ার | জন্ম ১৯৪৭ | ২৬ জুন ১৯৯৬ | ১১ আগস্ট ১৯৯৭ | ১ বছর, ৪৬ দিন | হিজব-ই-ইসলামি গুলবুদ্দিন | ||
প্রধানমন্ত্রী; প্রথম মেয়াদ। | |||||||
আর্সালা রহমানি দৌলত | ১৯৩৭–২০১২ | ২৮ জুন ১৯৯৪ | ১৯৯৫ | ≈ ১ বছর | ইত্তেহাদ-এ-ইসলামী |
পাদটীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mohammad Farshad Daryosh (১৭ মে ২০২৩)। "Mawlawi Kabir Appointed Acting PM As Mullah Hassan Akhund is Ill: Mujahid"। ২৪ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ Adeeb, Fatema (৯ সেপ্টেম্বর ২০২৩)। "Prime Minister's Absence From Meetings Raises Questions"। ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ Hakimi, Amina (৫ ডিসেম্বর ২০২১)। "সিনিয়র কর্মকর্তাদের বেতন কমানো হয়েছে: মোএফ"। ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ Kirby, Jen (১৩ সেপ্টেম্বর ২০২১)। "তালেবানের নতুন সরকার তাদের শাসন কেমন হবে তা প্রকাশ করে"। ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ Dawi, Akmal (২৮ মার্চ ২০২৩)। "অদৃশ্য তালেবান নেতা আফগানিস্তানে দেবত্বস্বরূপ ক্ষমতা প্রয়োগ করছেন"। ১৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৩।
- ↑ "তালেবান আফগানিস্তানের জন্য নতুন সরকার ঘোষণা করেছে"। BBC News। ২০২১-০৯-০৭। ২০২১-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৭।
- ↑ Richard S. Newell. "The Constitutional Period, 1964-73". Afghanistan: A country study (Peter R. Blood, ed.). Library of Congress Federal Research Division. এই উৎস থেকে এই নিবন্ধে লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পাবলিক ডোমেইনে রয়েছে।
- ↑ Dugger, Celia W. (২০ এপ্রিল ২০০১)। "Muhammad Rabbani, Advocate of Some Moderation in Taliban"। The New York Times। ২৭ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "AFGHAN LEADER QUITS; Uncle of the King Resigns as Prime Minister"। ৮ সেপ্টেম্বর ১৯৫৩। ১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২।
- ↑ "আফগান রাজা ক্ষমতাচ্যুত; একটি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়"। ১৮ জুলাই ১৯৭৩। ১৭ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১।
- ↑ "কিভাবে সোভিয়েত সেনারা কাবুল প্রাসাদ দখল করেছিল"। BBC। ২৭ ডিসেম্বর ২০০৯। ৩১ ডিসেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১।
Here is the translated text: